১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
দিনকাল ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন । আর ভারতে পালিয়ে যাওয়ার অংশ হিসেবে ব্যবহার করছেন সিলেটের গোয়াইনঘাট,জৈন্তাপুর ও আশপাশের উপজেলায় অবস্থিত সীমান্ত গুলো যার মধ্যে উল্লেখযোগ্য ডনা,সুরােইঘাট,তামাবিল, সুতারকান্দি, গজুকাটা সীমান্ত তবে সড়ক পথে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার গুঞ্জন এখন সর্বত্র শুনা যাচ্ছে।
সেপ্টেম্বর কানাইঘাট সীমান্ত দিয়ে সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পালিয়ে যাচ্ছেন এমন সংবাদ চাউর হওয়ার পর স্থানীয়রা নড়েচড়ে বসে এবং সীমান্তে তল্লাশি চালায় যেই তল্লাশির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যাপক ভাইরাল হয় তবে শেষ পর্যন্ত কানাইঘাট সীমান্ত দিয়ে নাহিদের পালিয়ে যাওয়ার সংবাদের সত্যতা মেলেনি। এর আগে সরকার পতনের দুই সপ্তাহের মাথায় সিলেটের বিয়ানীবাজার হয়ে কানাইঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছেন যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল হোসেন নিখিল এমন গুঞ্জন শুনে রাতভর সিলেটের বিভিন্ন সড়কে পাহাড়া দিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের তবে শেষ পর্যন্ত নিখিলের দেখা মেলেনি।
সম্প্রতি কানাইঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি ব্যারিস্টার এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হোন। এ ছাড়াও কয়েকটি সুত্র বলছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সীমান্ত দিয়ে টাকার বিনিময়ে বিশেষ চুক্তিতে পালিয়ে গেছেন অনেক নেতাকর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের বসবাসরত কানাইঘাট এলাকার এক বাসিন্দা বলেন, আমার বাড়ি কানাইঘাট সীমান্তের কাছেই এখানে অনেক আগ থেকেই আট থেকে দশ হাজার টাকার বিনিময়ে সিন্ডিকেট চক্র সীমান্ত পাড় হতে সাহায্য করে। তবে বর্তমান সময়ে সীমান্তে উত্তেজনা বেড়েছে যতদূর জেনেছি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D