কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

অন লাইন ডেস্ক:

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ২টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে জুলাই অভ্যুত্থানের শহিদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শুরুর আগে এ ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীদের দাবি, একটা পক্ষ এই সভা বানচালের চেষ্টা করার জন্য এটা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, মতবিনিময় সভা শুরুর আগে হঠাৎ করেই টাউনহলের পশ্চিম পাশের একটি ভবনের পাশ থেকে কয়েকজন এসে একে একে তিনটি ককটেল মেরে পালিয়ে যায়।

এ সময় সঙ্গে সভায় উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যায়। পরে, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা এসে ককটেলগুলোর পরিত্যক্ত অংশ উদ্ধার করে। এই সভা বানচাল করার জন্য একটা পক্ষ চেষ্টা চালাচ্ছে, তাই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয় কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা নাজমীন বলেন, ঘটনাটি শুনেছি, বিস্তারিত জেনে পরবর্তীতে আপনাদের জানাব।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল