লুটন ইউ’কে ও প্যাসিফিক ক্লাবের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

লুটন ইউ’কে ও প্যাসিফিক ক্লাবের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুরাদ হাসান জৈন্তাপুর

জৈন্তাপুরে ৬নং চিকনাগুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অসহায় মানুষের পাশে শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন ইউ’কে ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর অর্থায়নে গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন আহমদ,প্রধান বক্তা এ্যাডঃ- জাহিদুল ইসলাম জাহেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা কমিটির সভাপতি ফারুক আহমদ,ইউ/পি সদস্য নজরুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফখরুজ্জামান,কামরুজ্জামান পি কে,আমিরুল ইসলাম,সিঃ যুগ্ম সম্পাদক বশির রায়হান, সহ সম্পাদক শামীম আহমদ,শেখ আহমদ,ইয়ানুর আহমদ,উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক মুরাদ হাসান,সাংগঠনিক সম্পাদক সাহিদ আলী,সদস্য মাষ্টার আব্দুর  রহিম,৪নং দরবস্ত ইউনিয়ন কমিটির সহ সভাপতি আজাদুর রহমান আজাদ,৬নং চিকনাগুল ইউনিয়ন সভাপতি আতাউর রহমান,৫নং ফতেহপুর ইউনিয়ন সভাপতি সাদিক আহমদ,সাধারণ সম্পাদক ইসমাইল আলী ইয়াসা,আলী আকবর,সাগর মিয়া,সাদিকুর রহমানসহ জেলা ও উপজেলা কমিটির গুরুত্বপুর্ণ বিভিন্ন পদের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আগত অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন-দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।তাই সমাজের বিত্তবানশীলসহ সকলের উচিত গরীব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন ইউ’কে’র পক্ষ থেকে শুধু নয়, সকল বিত্তবানশীল মানুষকে এগিয়ে আসার আহ্বান গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র ও সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করেন।

উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন প্রায় শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল