১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্ক :
নাটোরে মারকাজ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নাটোর সদর উপজেলার তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে দুপুর ১১:৩০ থেকে ২টা পর্য়ন্ত দফায় দফায় হামলা ও পাল্টা হামলা চলে। এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া-পিটিআই এলাাকায় প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেন জুবায়েরপন্থীর লোকজন। পরে সেখানে একটি কাওমি মাদরাসা প্রতিষ্ঠা করে কিছু ছাত্ররা অবস্থান নেন। পরবর্তী সময়ে জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয় না। বৃহস্পতিবার দুপুুরে সাদপন্থী তাবলীগ জামাতের লোকজন ‘তাবলীগ ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেন। এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দু’পক্ষের লোকজন ঢাকা রাজশাহী মহাসড়কের পিটিআই ও তেবাড়িয়ার মধ্যস্থলে সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হলেও পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সঙ্গে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। তাদেরকে বলা হয়েছে সমঝোতা বৈঠক না হওয়া পর্যন্ত মারকাজ মসজিদ এলাকা জেলা প্রশাসসনের নিয়ন্ত্রনে থাাকবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D