সিলেট জেলা আমীর হিসেবে ফিরলেন মাওলানা হাবীবুর রহমান

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪

সিলেট জেলা আমীর হিসেবে ফিরলেন মাওলানা হাবীবুর রহমান

নিউজ ডেস্ক :

সিলেট জেলা জামায়াতের  দক্ষিণ ও উত্তর শাখাকে একীভূত করে প্রশাসনিক জেলা আদলেই সাংগঠনিক জেলা ঘোষণা করে জামায়াত মাস দু’য়েক আগে। তখন আঞ্চলিক টিম থেকে জেলায় সংযুক্ত করা হয় মাওলানা হাবীবুর রহমানকে। উত্তর ও দক্ষিণ জেলার রুকনরা গত মাসে জেলা আমীর নির্বাচনে ভোট প্রদান করেন। ২৪ অক্টোবর আমীরে জামায়াত সারাদেশের জেলা ও মহানগরের নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন। সিলেট জেলা আমীর হিসেবে মাওলানা হাবিবুর রহমান সহ ৬৪ জেলা ও ১৪ টি মহানগরীর আমীরের নাম ঘোষণা র মধ্য দিয়ে জামায়াত সাংগঠনিক গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত রেখেছে। প্রসঙ্গত মাওলানা হাবিবুর রহমান সিলেট জেলা দক্ষিণ এর আমীর ছিলেন। সেখান থেকে তাকে আঞ্চলিক টিমে সংযুক্ত করা হয়। আঞ্চলিক টিম থেকে উত্তর – দক্ষিণ সাংগঠনিক জেলায় একিভূত সিলেট জেলা আমীর হিসেবে ফিরলেন প্রাজ্ঞ এই রাজনীতিবিদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল