বালাগঞ্জে সনাতনী ধর্মীয় গ্রুপ “ধর্ম ও জ্ঞানের সন্ধানে “অনলাইন পরিবারের গীতাপাঠ প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত।

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

বালাগঞ্জে সনাতনী ধর্মীয় গ্রুপ “ধর্ম ও জ্ঞানের সন্ধানে “অনলাইন পরিবারের গীতাপাঠ প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত।

বালাগঞ্জ প্রতিনিধি::

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি সনাতনী ধর্মীয় গ্রুপ “ধর্ম ও জ্ঞানের সন্ধানে “অনলাইন পরিবারের গীতাপাঠ প্রতিযোগিতা সিজন -৫ এর পুরষ্কার বিতরনী শুক্রবার ২৫শে অক্টোবর ২৪ ইংরেজি অনুষ্ঠান ও ৫ম বার্ষিকী মিলনমেলা অনুষ্ঠিত। সিলেটের অন্যতম একটি পবিত্রস্থান শ্রী শ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে ।গ্রুপের অন্যতম এডমিন বিপ্র দাশ বিষুর সভাপতিত্বে এবং লিপন দেব অনিকের সঞ্চালনায়, এডমিন রিপন নাথ ঋতুর স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।সকাল ৮ ঘটিকায় মঙ্গল প্রদিপ প্রজ্জলন এর মধ্যে দিয়ে দিনব্যাপী গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান,অতিথিদের বক্তব্য ,পুরষ্কার বিতরন এবং মহাপ্রসাদ এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অন্যতম সুনামধন্য গীতাপাঠক শ্রীযুক্ত রাহুল কৃষ্ণ দাস ,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিমাদ্রি শেখর রায়,ভাগবত পাঠক ও গীতাপাঠ প্রতিযোগিতার বিচারক শ্রীযুক্ত মহানামব্রত চক্রবর্ত্তী,আকাশ চৌধুরী, সুশান্ত দেব নাথ, রাজীব দেব নাথ ।অনুষ্ঠানের মধ্যমনি হয়ে স্বপরিবারে উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত রিতেশ দেব নাথ।অনুষ্ঠানের প্রধান বক্তা হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের উদ্দেশে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা রিতেশ দেব নাথ ।বক্তব্যর শুরুতে উনি গ্রুপের সকল এডমিন, উপদেষ্টা ও মডারেটরকে মঞ্চে ডেকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দেন। দীর্ঘ ২০ মিনিটের বক্তব্যে তিনি গ্রুপের বিগত ৫ বছরের কার্যক্রম তুলে ধরেন এবং সবাইকে এই প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। এসময় তিনি গ্রুপ পরিচালনায় যাদের নাম ঘোষনা করেন তারা হলেন উপদেষ্টা রবীন্দ্র দাশ, পিযুশ দেব নাথ, সিতু দেব নাথ, ছোটন দেব নাথ, সুশান্ত দেব নাথ ,রুমা দাশ, উজ্জ্বল দেব , এডমিন রনজিত নাথ ,বিপ্র দাস ,লিপন দেব অনিক, রিপন নাথ ঋতু,অক্রুরমনি দেব নাথ, খোকন দেব নাথ,মডারেটর ছবি দেব নাথ,দিপক দেব নাথ, সুমনা দেবী, মাধুরী তালুকদার, স্বর্ণা ধর ।অনুষ্ঠানে সেচ্চাসেবক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন বিপ্লব দত্ত ,সেন্টু রঞ্জন কর ,দিলিপ কুমার নাথ ,শ্রী কৃষ্ণ চন্দ্র ,সুজন সুত্রধর ,সজিব দেব নাথ তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রাহুল কৃষ্ণ দাসের সুন্দর প্রবচনে প্রায় ৬শতাধিক মানুষের ঢল হয় মন্দির প্রাঙ্গনে। অনুষ্ঠান শেষে তিনি নিজ হাতে প্রতিযোগীদের পুরষ্কার তুলে দেন এবং গীতাপাঠ প্রতিযোগিতা সিজন -৬ ,২০২৫ খ্রিঃ এর ১ম পুরষ্কার ১০ হাজার টাকা প্রদাণ করার ঘোষনা দেন। শাবিপ্রবির প্রফেসর হিমাদ্রি শেখর বলেন আগামী অনুষ্ঠানে যতটুকু সহযোগিতা প্রয়োজন উনি করবেন ।সর্বপরি সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল