খেলাফত মজলিস বালাগঞ্জ সদর ইউনিয়ন আঞ্চলিক শাখা কমিটি পূর্ণগঠন

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

খেলাফত মজলিস বালাগঞ্জ সদর ইউনিয়ন আঞ্চলিক শাখা কমিটি পূর্ণগঠন

বালাগঞ্জ প্রতি নিধি ::

বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়ন আঞ্চলিক শাখার উদ্যোগ ১৫ ই নভেম্বর ২০২৪ ইংরেজী, শনিবার,বালাগঞ্জ সদর ইউনিয়ন আঞ্চলিক শাখার কালিয়ার গাঁও,শিংরাকোনা মনহোর পুর আস্হায়ী কয্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুর্নগঠন করেন খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু। ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হোন- সভাপতি মাওলানা আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাও:সালেহ আহমদ নব-নির্বাচিত সভাপতি, মাওলানা আব্দুল আলীম, এর সভাপতিত্বে ও মনোনীত -সাধারণ সম্পাদক মাও:সালেহ আহমদএর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিলেট জেলার সহ সভাপতি মাওলানা সৈয়দ আলী আছগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ দুনা মিয়া,জালাল মিয়া,জয়নুন্দীন, সহ সাধারণ সম্পাদক ছালা উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মাষ্টার সালমান আহমদ, প্রচার সম্পাদক ছাদিক আহমদ, অথ সম্পাদক মা:খাইরুল ইসলাম খেলাফত মজলিসের প্রাক্তন দায়িত্বশীল ও সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল