১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট বাজারে প্রকাশ্যে ছাত্রদল নেতা আব্দুল মুমিন হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট মানববন্ধন গতকাল শনিবার বিকেল ৪টায় কানাইঘাট বাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে নির্মম হত্যাকান্ডের শিকার আব্দুল মুমিনের হত্যাকারী ঘাতক রাজু আহমদকে এখন পর্যন্ত থানা পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত খুনীকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হলে এলাকাবাসী যেকোন কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে বলে মানববন্ধন থেকে হুশিয়ার উচ্চারন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার বিকেল ৪টায় কানাইঘাট বাজার পয়েন্টে আল-আমিন ফার্মেসীর সামনে প্রকাশ্যে ছাত্রদল নেতা আব্দুল মুমিনকে ধারালো চাকু দিয়ে কোপিয়ে হত্যা করে একাধিক অপরাধের সাথে জড়িত সন্ত্রাসী রাজু আহমদ। নির্মম এ হত্যাকান্ডের ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘাতক রাজু আহমদকে গ্রেফতার করতে পুলিশ প্রশাসন ব্যর্থ হওয়ায় কানাইঘাটের মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধনে আব্দুল মুমিন সহ সম্প্রতি সময়ে কানাইঘাটে আরো ৪টি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে হত্যা সহ যেকোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
সাবেক ছাত্রনেতা সেলিম আহমদের পরিচালনায় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফরিদ আহমদ, শ্রমিকনেতা আব্দুল খালিক, বুলবুল আহমদ, সমাজকর্মী নজরুল ইসলাম, মাও. রফিক আহমদ, আবুল হোসেন, নিহত আব্দুল মুমিনের পিতা তাজ উদ্দিন সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D