সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার পণ্য জ ব্দ:আটক ২

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার পণ্য জ ব্দ:আটক ২

নিউজ ডেস্ক:

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই যুবককে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যও জব্দ করেছে বিজিবির টহল দল।

আজ রোববার বিজিবি ১৯ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অবৈধভাবে প্রবেশের সময় আটককৃতরা হলেন হবিগঞ্জের জীবন দাস (২৯) ও কিশোরগঞ্জের সজল দাস (২৯)। শনিবার সন্ধ্যার দিকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এদিকে, গত দুই দিন সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবির টহল দল ৬ হাজার ২৫০ কেজি মিছরির গুড়া, ২ হাজার ৮শ কেজি চিনি, ৫ হাজার ৫শ’ কেজি চিটাগুড়, ৪২ হাজার পিস পাতার বিড়ি ও ১টি মাঝারি ট্রাক জব্দ করে। এসব পণ্যের মূল্য প্রায় ৬৩ লাখ টাকা বলেও বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল