সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় জ্বালানি ও কার্যালয়ের মালামাল চুরির অভিযোগের মামলায়ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
খায়রুল কবির রুমেন জানান, ঘটনার সময় এম এ মান্নান ঢাকায় ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি দাবি করেন, বিএনপি নিজেরাই কার্যালয়ে আগুন দিয়ে মামলাটি দায়ের করেছে। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জামিন মঞ্জুর করা হয়েছে।
গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।
উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গেল চার আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা হয়েছিল। ওই মামলার তিন নম্বর আসামি হিসেবে জেল খেটেছেন এমএ মান্নান। গেল ১০ অক্টোবর ছাড়া পান তিনি। এর আগে গত ১৯ সপ্টেম্বের রাতে শান্তগিঞ্জ উপজলোর নজি বাড়ি থেকে গ্রপ্তোর করা হয়েছিল তাঁকে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি