১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি হত্যাকান্ডের ঘটনার উদ্বেগ প্রকাশ করে খুন সহ সব-ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক
সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া হয়।সভায় আইন-শৃঙ্খলার উন্নয়নে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাট-বাজারে সচেতনতা মূলক সভা এবং শুক্রবারের জুমআর নামাজের পূর্বে ও ধর্মীয় উপাসনালয়ে সামাজিক মূল্যবোধের উপর আলোকপাত করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও বন্ধ হওয়া লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন ও জব্দকৃত পাথর পরিবহন বন্ধে থানা-পুলিশ ও বিজিবিকে আরো সক্রীয়ভাবে দায়িত্ব পালন এবং যেকোন অপরাধমূলক গঠনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে
জনমনে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানানো হয়। এছাড়াও নারী নির্যাতন, বাল্য-বিবাহ প্রতিরোধ, গুজব প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরো তৎপর থাকার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন। সভায় থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, ৫টি হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত ৪টি খুনের মামলার আসামীদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আব্দুল মুমিনের হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।সভায় আইন-শৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সুবল চন্দ্র বর্মন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান
আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ মাও খলিলুর রহমান সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D