১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
নিউজ ডেস্ক:
সিলেটের আলোচিত ভুমিদস্যু আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে গত রবিবার সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে র্যাব-৯ এর একটি বিশেষ দল। আটক নাসির উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলা ও বিস্ফোরক মামলা নং-৪৪৯/২৪ ইং এর এজাহার ভুক্ত আসামী। তার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন নগরীর খাসদবির এলাকার বাসিন্ধা ইমন আহমদ। উল্লেখ্য নাসির উদ্দিন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক। উপজেলার খাদিম নগর ইউনিয়নের বিমানবন্দর থানাধীন ধুপাগুল গ্রামে মৃত নুনু মিয়ার ছেলে। গেলো বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নগরীর বন্দরবাজার এলাকায় সহযোগীদের নিয়ে ছাত্র জনতার উপর স্বহস্র হামলা চালান। এসময় অনেক নিরীহ মানুষ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বিগত সরকারে শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় এলাকার আদিবাসী “পাত্র”সম্প্রদায়ের অনেকের বসতবাড়ি জবর দখল করে নেয়। এক সময়ের দিনমজুর নাসির উদ্দিন ট্রাকের হেলপার হিসাবে কাজ করতেন। পরে ড্রাইভারী শিখে ট্রাক ড্রাইভারী শুরু করে সীমান্তের চোরাচালান ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। তিনি দিনে পাথর ব্যবসা করলেও রাতে করতেন চোরাচালানের ব্যবসা। এ সুবাধে তিনি অল্পদিনে কয়েক কোটি টাকার মালিক বনে যান। টাকার জোরে তিনি স্থানীয় ধোপাগুল এলাকার হালার মালিক সমিতির সভাপতি হন। এরপর তিনি সরাসরি জড়িত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি দীর্ঘদিন থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমানের হয়ে কাজ করতেন। আটককৃত নাসির উদ্দিনকে রবিবার রাতে সিলেট কতোয়ালী থানায় হস্তান্তর করে
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D