১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী গামারীতলা এলাকা থেকে একজন ভূয়া পুলিশসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
২ই ডিসেম্বর সোমবার দুপুরে মাছিরপুর বিওপির বিজিবির সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।
পুলিশের পোষাক পড়া আটককৃত ব্যক্তির নাম মো. বাকির হোসেন। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের বাসিন্দা আবু চাঁনের ছেলে। এছাড়াও আরেকজন মোটরসাইকেল চালক একই উপজেলার গোটিলা গ্রামের বাসিন্দা আব্দুল মো. আ. মালেকের ছেলে তাবারত হোসেন।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে তাবারত হোসেন মোটর সাইকেল চালিয়ে পুলিশের পোষাক পড়ে মো. বাকির হোসেনের মোটর সাইকেল করে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিলো। তাদের উপস্থিতি সন্দেহজনক হওয়ায় বিজিবির সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। পরে জানা যায়, সে পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পড়ে ঘুরাঘুরি করছিলো।
এবিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D