বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হলেন আবুল কাশেম অফিক

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হলেন আবুল কাশেম অফিক

নিউজ ডেস্ক :

সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের সকল সদস্যদের আলোচনা ও সম্মতির মাধ্যমে ক্লাবের সিনিয়র সদস্য, আলোকিত সিলেট, আজকের সিলেট, আওয়ার ইসলাম,একুশে জার্নাল বালাগঞ্জ প্রতিনিধি আবুল কাশেম অফিক কে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

উল্লেখ , সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ইমন তার ব্যক্তিগত কারণে গত ২৩/০৯/২০২৪ ইং তারিখে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি পত্র প্রেরণ করেন সংশ্লিষ্টদের নিকট। এতে শুণ্যপদ দেখা দেয় এ পদে। গতকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় বালাগঞ্জ বাজারে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের এক সাধারণ সভায় ক্লাবের সকল সদস্যদের সম্মতি ও আলোচনার প্রেক্ষিতে ক্লাবের সদস্য আবুল কাশেম অফিক কে শূণ্যপদ তথা সাধারণ সম্পাদক পদে মনোনিত করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক বলেন, ক্লাবের উন্নয়ন অগ্রযাত্রা তরান্বিত করতে প্রাণপন চেষ্টা করবো। ক্লাবের সকল সদস্যরা আমরা একটি টিম হয়ে সৎ ও ন্যায়ের পক্ষে কাজ করবেন, এতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক কে স্বাগত জানিয়ে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ বলেন, আমরা টিম বালাগঞ্জ হয়ে কাজ করতে চাই। এতে সবাই আমরা একে অপরের পরিপূরক হয়ে, কাজ করে সত্য উদঘাটন ও ন্যায় সংগত সংবাদ পরিবেশন আমাদের দৃঢ় প্রত্যয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল