১৪ বছরের নির্বাসিত জীবনের অবসান ! জননেতা জাকির হোসাইনের

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

১৪ বছরের নির্বাসিত জীবনের অবসান ! জননেতা জাকির হোসাইনের

১৪ বছরের নির্বাসিত জীবনের অবসান ! জননেতা জাকির হোসাইনের

 

 

 

১৪ বছরের নির্বাসিত জীবনের অবসান, নিজ জন্মভূমি সিলেটে ফিরলেন আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন। ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার এই বিএনপি নেতা বললেন দল ছাড়া এক মুহূর্তও ছিলাম না।

দীর্ঘ ১৪ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে আজ দুপুরে নিজের প্রিয় জন্মভূমি সিলেটে ফিরলেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি সিলেট ৫ জকিগঞ্জ-কানাইঘাটের সন্তান জাকির হোসাইন। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট শাসনের সময় মিথ্যা মামলা, মিডিয়া ট্রায়াল এবং পরিবারের উপর রাষ্ট্রীয় নির্যাতনের কারণে দেশে ফিরতে পারেন নি তিনি কিন্তু তবুও দমে যাননি। দেশের বাইরে থেকেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন এবং প্রবাসে আওয়ামী শাসনের বিরুদ্ধে সংগঠিত করেছেন আন্দোলন।

আজ দুপুরে বিএনপির এই নেতা সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

জাকির হোসাইন কে স্বাগত জানাতে সিলেট ওসমানি বিমানবন্দরে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও কানাইঘাট সদর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ সহ সিলেট জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

জাকির হোসাইনের আগমন সিলেট তথা জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগ লক্ষ করা যায়। তারা বলেন, “জাকির ভাই আমাদের অনুপ্রেরণা। তিনি শুধু দেশে নয়, প্রবাসেও দলের জন্য যেভাবে নিবেদিতভাবে কাজ করেছেন, তা সত্যিকার অর্থেই বিরল। তার ফিরে আসা আমাদের জন্য আশার আলো জকিগঞ্জ কানাইঘাটের মানুষের জন্য আশার আলো।

বিমানবন্দরের বিআইপিতে, সাংবাদিকদের উদ্দেশে জাকির হোসাইন বলেন, দুবাইয়ে অবস্থানকালে শেখ হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। মিডিয়ায় আমাকে ২ হাজার কোটি টাকার জঙ্গি অর্থদাতা হিসেবে প্রচার করা হয়। দেশে আমার পরিবারের সদস্যদের ওপর নিপীড়ন চালানো হয়। কিন্তু আমি কখনো মাথা নত করিনি,দল ছাড়িনি। আজ দীর্ঘ ১৪ বছর পর মাতৃভূমিতে পা রাখতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই ভূমি আমার আত্মার অংশ। আমি জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করি। দলকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

সিলেট জেলা বিএনপির সভাপতি, আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রবাশে তথা দেশে বিএনপির রাজনীতীকে সুসংগঠিত করতে জাকির হোসাইন অনেক অবধান রেখেছেন বিএনপির কঠিন সময়ে ছিলেন সকল নির্যাতিত নেতাকর্মীদের পাশে এখন তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন সে জন্য আমরা আনন্দিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল