পুণ্যভূমি সিলেটে সু স্বাগতম দীপু ভাই

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

পুণ্যভূমি সিলেটে সু স্বাগতম দীপু ভাই

পুণ্যভূমি সিলেটে সু স্বাগতম দীপু ভাই

ফয়সাল আলম

প্রিয় এমদাদ হোসেন চৌধুরী দীপু ভাই দেশে আসছেন। সিলেট প্রেসক্লাবের এসিসটেন্ট সেক্রেটারীসহ নানা পদ অলংকৃত করেছেন বিভিন্ন সময়ে। আমার সিলেট মিডিয়া নামে তাঁর একটি প্রতিষ্ঠান ছিলো। বিশ্ব মুক্ত সাংবাকিতা দিবসে তিনি সিলেটে কয়েকজন সাংবাদিককে পুরস্কৃত করেছিলেন। এর মধ্যে আমিও ছিলাম । অনুসন্ধানী সাংবাদিকতায় আমাকে বাছাই করেন। সিলেট প্রেসক্লাবের সংকটকালীন মুহুর্তে তাঁর সাহসী এবং বিচক্ষণ ভূমিকার কথা আজও মনে পড়ে।
দীপু ভাইয়ের দেশে আসার খবরে অনেকেই পোস্ট করছেন। তাঁর লেখা অনেক লেখা,
সু স্বাগতম দীপু ভাই
ভিডিও পোস্ট এখনও মাঝে মাঝে ফিরে আসে সামনে। আমি সে ব্যাপারে লিখছিনা। দীপু ভাই স্বদেশে বিদেশে সব সময়েই সমান ছিলেন। বেশ কিছু দিন কাজ করেছি একসঙ্গে দৈনিক সিলেট সুরমায়, জালালাবাদে। তিনি আদ্যপান্ত একজন ইসলামী মুল্যবোধে বিশ্বাসী, কট্টোর জাতীয়তাবাদী মানুষ। সহকর্মীদের জন্য যিনি এক অন্তঃপ্রাণ মানুষ। তাঁর সাংবাদিকতা, কিংবা সমাজকর্ম আমি খুব কাছে থেকে দেখেছি। সিলেট সুরমা’র একটি সংখ্যার সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম অসংখ্য সংখ্যা বেরিয়েছে তখন। ডা. নাজমুল ভা্ইয়ের সম্পাদনায় প্রকাশিত দৈনিক সিলেট সুরমায় তখন দীপু ভাই নির্বাহী সম্পাদক, আমি প্রধান বার্তা সম্পাদক আর হেলাল নির্ঝর ভাই ছিলেন বার্তা সম্পাদক। কঠিন সময়ে দীপু ভাইর এমন সাহসী সাংবাদিকতা আমাদেরকেও ভাবিয়ে তুলতো। কিন্তু তিনি সহকর্মীদের অনুপ্রাণিত করতে পারতেন। মনে পড়ে দীপু ভাই। শুধু ভাবি আপনার মতো একজন সাংবাদিক আমরা সিলেট থেকে হারিয়েছি। জীবনভর আপনার জন্য শুভ কামনা থাকবে। দেশের মাটিতে আপনাকে অগ্রিম স্বাগত জানাই।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল