লালাবাজারে সংঘর্ষে আহত লিটন ও মিন্টু অপারেশন থিয়েটারে, দোয়া কামনা

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

লালাবাজারে সংঘর্ষে আহত লিটন ও মিন্টু অপারেশন থিয়েটারে, দোয়া কামনা

প্রেস বিজ্ঞপ্তি : লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ড্রেন নির্মান নিয়ে সৃষ্ট বিরোধে গুরুতর আহত দক্ষিণ সুরমার পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন ও তার ভাই জুলফিকার আহমদ মিন্টুর অপারেশন চলছে। নগরীর সোবহানীঘাটস্হ আল হারামাইন হাসপাতালে আজ মঙ্গলবার রাতে অপারেশন হচ্ছে। জীবন মৃত্যুর সন্দিক্ষনে থাকা লিটন ও মিন্টুর জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মসজিদের ড্রেন নির্মানের জের ধরে লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরীর শিফতার সাথে পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী লিটনের বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে আহত হন লিটন, মিন্টুসহ প্রায় অর্ধ শতাধিক লোক।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল