বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদের উদ্যোগে ফ্রি খৎনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদের উদ্যোগে ফ্রি খৎনা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ আবারও ব্রিটেনের খ্যাতিমান আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের পরিচালনায় উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বনাথের বেশ কয়েকজন এতিম ও দ্ররিদ্র শিশুদেরকে বিনামূল্যে ফ্রি খৎনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিশ্বনাথ পৌরশহরের আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় তিন দফায় ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট ৫৩ জন শিশুকে বিনামূল্যে ফ্রি খৎনা প্রদানের পাশাপাশি প্রত্যেককে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, নতুন পাঞ্জাবী, লুঙ্গি ও টুপি প্রদান করা হয় ।

আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানার মুহতামিম মাওলানা শহীদুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরসহ ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল