ছাতকে আদা টিলার পাথর, বালু, নৌপথে চাঁ দা বা জি,খল নায়ক আ ট ক! গড-ফাদারদের সাথে উপজেলা প্রশাসনের সখ্যতা!

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

ছাতকে আদা টিলার পাথর, বালু, নৌপথে চাঁ দা বা জি,খল নায়ক আ ট ক! গড-ফাদারদের সাথে উপজেলা প্রশাসনের সখ্যতা!

ছাতকে আদা টিলার পাথর উত্তোলন, বালু, নৌপথে চাঁদাবাজি মামলার খল নায়ক আটক! গড-ফাদাররা ধরা-ছোয়ার বাহিরে! উপজেলা প্রশাসন সব জানে,তারপরও

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর মমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় সাড়ে ৮টার দিকে উপজেলার কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুর মমিন উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি সার-রেজিস্টার অফিসে একজন দলিল লেখক হিসেবেও পরিচিত।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে আব্দুর মমিন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে ভুয়া দালিল তৈরি, সীমান্ত এলাকায় চোরাচালান, নৌপথে চাঁদাবাজি, সরকারি টিলার জায়গা দখল করে লাল পাথর উত্তোলন, বালু ও ভিটবালু লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করার মাধ্যমে দীর্ঘদিন এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে অভিযোগ উঠেছে।
থানা পুলিশ জানায়, এসআই মোঃ সাদেক ও এসআই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে আব্দুর মমিনকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আব্দুর মমিনের নানা কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তার গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নিয়মিত এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, “গ্রেপ্তারকৃত আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাবশালী ব্যক্তি ছাড় পাবে না।”#!!#!!

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল