সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সম্প্রতি সিলেট নগরীতে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। নগরীর ফুটপাতগুলোতে হকারদের জবরদখল বেড়ে গেছে। যত্রতত্র পার্কিং ও ট্রাফিক আইন লঙ্খণের কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে, সিলেটবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় সিলেট নগরীতে যানজট নিরসন ও নগর জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।
তিনি বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামী, সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, বর্তমানে নগরীতে আইন শৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও নাগরিক সুবিধা প্রদানে স্থানীয় প্রশাসনের শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে নগরবাসীকে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এসব সমস্যা সমাধানে স্থানীয় প্রশানকে আরো কঠোর হতে হবে।
টার্মিনাল রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ছালিক খানের সভাপতিত্বে এবং সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক জনাব আক্তার হোসেন খানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সমিতির সাধারণ সম্পাদক আলী আসগর খান শামীম, সমাজসেবী মনসুর হোসেন খান, মাওলানা মজিবুর রহমান, সোহেল রানা, আক্তার রশিদ চৌধুরী, এস এম মুছা আহমদ, জাকারিয়া খান, মহি উদ্দিন দারা, রেজাউল করিম রেজা, আব্দুস ছাত্তার মামুন, হাফিজ মাওলানা আলা উদ্দিন, দুলাল আহমেদ, সনতু লাল ধর, মাহফুজুর রহমান জুবেদ, ইমরান আহমদ, নজমুল ইসলাম, খালেদ আহমদ, তোফায়েল আহমদ কচি, হাবিবুর রহমান (হাবিব), হাছান আলী, পীযুষ কান্তি দাস, মোঃ খালেদ আহমদ, হাজী ফখরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি