গোলাপগঞ্জে বিএনপি অঙ্গ-সংগঠনের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

গোলাপগঞ্জে বিএনপি অঙ্গ-সংগঠনের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা
গোলাপগঞ্জে বিএনপি অঙ্গ-সংগঠনের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা

সিলেট-৬ আসনের মাটি ও মানুষের
উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই
—–আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলা সভাপতি ও সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)-এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট-৬ আসন দেশের সবচেয়ে অবেহিলত জনপদ। প্রবাসী অধ্যুষিত ও খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চল থেকে সরকার রাজস্ব পেলেও যোগ্য নেতৃত্বের অভাবে আমরা উন্নয়ন বঞ্চিত। বিগত সময়ে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করলেও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে একটি টাকাও খরচ করেনি। আমাকে একটি বার সুযোগ দিন। সিলেট-৬ আসনের মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।

তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলা সদরে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গোলাপগঞ্জ এমসি একাডেমি কলেজ মাঠ থেকে বর্নাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনীতে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার কয়েক সহস্রাধিক জনতা অংশ নেন।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান ইমাদ, জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা সভাপতি এডভোকেট আহমেদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি আনহার উদ্দিন, ফখরুল ইসলাম, রুহেল আহমেদ, বিয়ানীবাজার উপজেলা সহ-সভাপতি আতাউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, বিয়ানীবাজার উপজেলা যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাষ্টার, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, আমূডা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ নানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহান, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, আব্দুল আজিজ, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুহেদ আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ছয়ফুল, এবাদুর রহমান, হেলাল খান মেম্বার, জামাল আহমদ, ছয়ফুল ইসলাম, আবিদ দিয়া, শিপন আহমদ, ছাদেক আহমদ, লুকুছ মিয়া, শাহীন আহমদ, তমজিদ আহমদ, মজনু মিয়া, সুফিয়ান আহমদ খান, সৈয়দ মাহবুব মিলু, আজিজুর রহমান, হাফিজ ইব্রাহিম, মাসুক আহমদ, সোহেল আহমদ, আলী আহমদ, জায়েদ আহমদ, শিমু আহমদ, যুুবদল নেতা আক্তার হোসেন, শাহনুর আহমদ, ছাত্রদল নেতা মঞ্জুর আহমদ ও জাহিন আহমদ প্রমূখ।