সিলেট ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
শান্তির এই জনপদ আপনার -আমার-আমাদের সকলের : আব্দুল কুদ্দুছ পিপিএম
রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কি আলোচনা হল এসএমপি কমিশনারের?
নিজস্ব প্রতিবেদক
এসময়ে সিলেট মহানগরীর প্রধান সমস্যাগুলো হচ্ছে চুরি, ছিনতাই, অসামাজিক কার্যকলাপ, ফুটপাত দখল, অবৈধ সিএনজিচালিত অটোরিক্সা স্ট্যাণ্ড, তীর জুয়া, মাদক ইত্যাদি। শান্তির এই জনপদকে অশান্ত করে তোলা এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব সমস্যার কথা উঠে আসে।
পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্টি সভায় সিলেটের শান্তিরক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ এসব সমস্যার পাশাপাশি ফুটপাত দখল, সন্ধ্যার পর আড্ডা, ছিনতাই, প্রবাসীদের জায়গা ও বাসা দখল সমস্যার কথাও জোরালোভাবে তুলে ধরেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেছেন, এসব সমস্যার কারণে শান্তির এই জনপদ আজ প্রায় অশান্ত। চুরি ছিনতাইসহ নাগরিক দুর্ভোগ হ্রাসে আমরা প্রশাসনকে সার্বিক সহযোগীতা করতে সর্বাত্মক প্রস্তুত।
এসব বিষয়ে পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সবার বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন সিলেটে নবনিযুক্ত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম।
তিনি নিজের বক্তব্যে এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী।
তিনি বলেন, সিলেট একটি পূণ্যভূমি। এখানে অনাচার চলতে পারেনা।
তিনি সিলেটের রাজনৈতিক দলগুলোর সম্প্রীতির প্রশংসা করে আরও বলেন, নগরীর পুলিশের সেবা সহজ করতে . GenieA.app আগামী ১ অক্টোবর চালু হবে। এই অ্যাপের মাধ্যমে দ্রুত পুলিশি সেবা পাবেন। অপরাধ জিরোতে না আসা পর্যন্ত অভিযান চলবে।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি