একবার বলুন, এখুনি বলুন, তৎক্ষণাৎ পাপকে না বলুন !

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

একবার বলুন, এখুনি বলুন, তৎক্ষণাৎ পাপকে না বলুন !

একবার বলুন, এখুনি বলুন, তৎক্ষণাৎ পাপকে না বলুন !

আমি একজিন পাপি আর অসহায় মানুষ। সমানে আল্লাহপাককে বলে যাচ্ছি, হে আমার রব তুমি সবার প্রার্থনা এবং সালাম কবুল করে আমাকে দায়মুক্ত কর। সবার পারিবারিক, সন্তান, সংসার, অসুস্থতা, ব্যবসা, চাকুরি, বিবাহযোগ্য কন্যার সমস্যা দূর করে তাদের জীবনে কল্যাণ, রহমত, নেয়ামত ও বরকত অঝোর ধারায় বর্ষিত কর। আমি নিজেকে নিয়ে চিন্তিত নয়, চিন্তিত এই মানুষগুলোর অসহায় আর্তি নিয়ে।
হে আমার রব, তাদের সবাইকে তোমার পবিত্র ঘরে এবং তোমার হাবিবের রওজায় আসা কবুল কর। এই পবিত্র দর্শন ছাড়া কারো মৃত্যু দিও না।

 

মাহবুব কবীর মিলন

প্রাণভরে আর জীবনের চরম উচ্ছাস, শান্তি, প্রার্থনা নিয়ে সবাই আল্লাহর কুদরত এবং নেয়ামত পবিত্র জমজমের পানি সবাই খাচ্ছে। খাচ্ছে আর খাচ্ছে। দেশে থাকলে হয়ত কেউ দিলে ছিটেফোঁটা খেত, খাওয়ার পানির সাথে মিশিয়ে খেত। এখানে কোনো বাধা নেই। যত পারেন খেতে পারেন। জগতের সব মানুষ কেয়ামত পর্যন্ত খেলেও এক ইঞ্চি পানি কমবে না। বাধা দেয়ার কেউ নেই। যতবার কা’বা বা মসজিদে নবুবীতে আসছে, পেট পুরে খাচ্ছে সবাই।
আমাদের পচাগলা অন্তর, নফস আর শরীরে সেই পানি প্রবেশ করে কার কতটুকু পবিত্রতা আর পরিশুদ্ধি আনবে, তা একমাত্র আল্লাহপাক ভাল জানেন।
তবে এটুকু নিশ্চিত বলতে পারি, আপনি যদি তওবা কায়েম না করেন, দেশে ফিরে নিজেকে আমূল চেঞ্জ করতে না পারেন, তবে নিশ্চিত জানবেন, জমজমের পানিতে ডুবে বা হাজরে আসওয়াদ পাথর ছোঁয়ার যুদ্ধে আপনার কোনোই লাভ হয়নি। লাভ হয়নি ওমরাহ, তাওয়াফ বা কা’বা ঘরের কালো গিলাফ ছুঁয়ে।
হয়ত বলবেন সওয়াব নেকি বা পুণ্য তো হয়েছে। হ্যা, তা হবে হয়ত কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে না, যতক্ষণ আপনি আল্লাহর রাস্তা এবং রাসূল (সা:) এঁর প্রদর্শিত পথে নিজে জীবনকে কায়েম না করবেন।
হয়ত বলবেন, একদিন চেঞ্জ হবে বা চেঞ্জ আসবে। এই হয়ত একদিন কখনোই আসবে না। আপনার বয়স কত? কতবার এসেছেন পবিত্র কা’বা এবং রওজা মোবারকে!!
একবারে বলুন, এখুনি বলুন, তৎক্ষণাৎ পাপকে না বলুন। অন্তত চেষ্টা শুরু করুন। আল্লাহ অবশ্যই সহায় থাকবেন।
অনেক ভার আর দায় নিয়ে রওজায় বসে দোয়া করছি। এত মানুষ সেখানে তাদের জন্য দোয়া করার জন্য আমার কাছে অনুরোধ করেছেন, সালাম পৌঁছে দেয়ার জন্য বলেছেন, তা ভাষায় প্রকাশ করার মত নয়।
আমি একজিন পাপি আর অসহায় মানুষ। সমানে আল্লাহপাককে বলে যাচ্ছি, হে আমার রব তুমি সবার প্রার্থনা এবং সালাম কবুল করে আমাকে দায়মুক্ত কর। সবার পারিবারিক, সন্তান, সংসার, অসুস্থতা, ব্যবসা, চাকুরি, বিবাহযোগ্য কন্যার সমস্যা দূর করে তাদের জীবনে কল্যাণ, রহমত, নেয়ামত ও বরকত অঝোর ধারায় বর্ষিত কর। আমি নিজেকে নিয়ে চিন্তিত নয়, চিন্তিত এই মানুষগুলোর অসহায় আর্তি নিয়ে।
হে আমার রব, তাদের সবাইকে তোমার পবিত্র ঘরে এবং তোমার হাবিবের রওজায় আসা কবুল কর। এই পবিত্র দর্শন ছাড়া কারো মৃত্যু দিও না।

লেখক : মাহবুব কবীর মিলন সাবেক পরীক্ষিৎ সৎ কর্মকর্তা (Retired at ADDITIONAL SECRETARY)

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল