রাতারগুলের রূপে মজলেন আইন উপদেষ্টা, শুনলেন মাঝিদের দরদ মেশানো কণ্ঠে গান

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

রাতারগুলের রূপে মজলেন আইন উপদেষ্টা, শুনলেন মাঝিদের দরদ মেশানো কণ্ঠে গান

রাতারগুলের রূপে মজলেন আইন উপদেষ্টা, শুনলেন মাঝিদের দরদ মেশানো কণ্ঠে গান

অনলাইন ডেস্ক

 

বুধবার সিলেট সফরে এসে রাতারগুল জলারবনে ঘুরতে যান আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তিনি রাতারগুল জলারবনে যান। নৌকায় করে রাতারগুলের সৌন্দর্য ঘুরে দেখেন উপদেষ্টা। এসময় রাতারগুলের সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন। ভ্রমণকালে রাতারগুলের নৌকার মাঝিদের কণ্ঠে গানও শুনেন উপদেষ্টা।

এসময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা আসিফ নজরুলের সঙ্গে উপস্থিত ছিলেন।

ভ্রমণ শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাতারগুল জলারবনের অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। ৫০৪ একর এলাকা নিয়ে গড়ে ওঠা রাতারগুলকে সরকার ১৯৭৩ সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়া ২০১৫ সালে এই বনের ২০৪.২৫ হেক্টর বনভুমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসবে ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল