সিলেট ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
কোম্পানীগঞ্জের ইছাকলস ইউপি চেয়ারম্যানের দা য়ি ত্ব হী ন তা য় জনদূ র্ভো গ চ র মে !
ডেস্ক রিপোট
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে অন্যতম একটি ইউনিয়ন হলো ৪নং ইছাকলস ইউনিয়ন। উপজেলার অন্য ৫টি ইউনিয়নের মধ্যে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে পিছিয়ে রয়েছে। ৪৭.৯১ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট এই ইউনিয়ন পরিষদ হতে উপজেলা সদরের দূরত্ব সড়কপথে প্রায় ৪২ কি.মি.। ইছাকলস ইউনিয়নের পূর্বে জালালাবাদ, দক্ষিণে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন, পশ্চিমে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা, উত্তরে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদ অবস্থিত। এই ইউনিয়নটি ২০০৭-২০০৮ সালে গঠিত হয়।
ইউনিয়নের একাধিক ওয়ার্ড সদস্য এবং ইউনিয়নবাসি অনেকের অভিযোগ ইউনিয়ন পরিষদের কার্যালয় বিগত প্রায় পাঁচ মাস যাবত বন্ধ রয়েছে। গত আগস্ট মাসে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার একটি ওরিয়েন্টেশন কর্মশালা এবং ২০২৫-২৬ অর্থ বছরের ভিডব্লিউবি চক্রের সুবিধাভোগীদের কার্ড বিতরণ কার্যক্রমের জন্য মাত্র একদিন ইউনিয়ন পরিষদের তালাবদ্ধ অফিস খোলা হয়েছিল। আর বাকি দিনগুলো টানা অফিস বন্ধ থাকায় পরিষদ কার্যালয় গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। জানা যায় গতকাল (১৬ সেপ্টেম্বর’২০২৫) মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১১টায় পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার কথা লোকমুখে শোনে সেবা গ্রহণকারী বিভিন্নজন প্রয়োজনীয় কাজে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে পরিষদের কার্যালয়ে জড়ো হন। কিন্তু লোকজন চেয়ারম্যান ও সচিব কারো সাক্ষাৎ পাননি। কারন অন্যান্য দিনের ন্যায় গতকালও তারা পরিষদে অনুপস্থিত ছিলেন। Sylhetwitness.com নামে একটি প্রতিষ্ঠান গতকাল (১৬ সেপ্টেম্বর’২০২৫) মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি লাইভ অনুষ্ঠান পরিচালনা করেন। এতে এলাকার উপস্থিত সমবেত লোকজন ইউনিয়ন পরিষদের সেবা প্রাপ্তি সম্পর্কে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ বিগত প্রায় পাঁচ-ছয় মাস যাবত চেয়ারম্যান ও ইউনিয়ন সচিব পরিষদে অনুপস্থিত রয়েছেন। লাইভে কয়েক জন জন্মনিবন্ধন করতে টাকা নেয়ার অভিযোগও করেন। উল্লেখ্য, চেয়ারম্যান সাহেব গতকাল ১৬ সেপ্টেম্বর ‘২০২৫ ইং তারিখ মঙ্গলবার পরিষদের মাসিক সভা আহ্বান করে পরিষদে অনুপস্থিত রয়েছেন।
এবিষয়ে পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান সাজু সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি