সিলেট ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
আপডেট##সিলেটে টিলা কা টা র দায়ে পৃথক মামলা
বিএনপি’র এম এ হক-সহ আ সা মী ১৬
অনলাইন ডেস্ক
সিলেটে টিলাকাটার দায়ে প্রবাসী বিএনপি নেতা শাহ এমএ হক-সহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সিলেট এর পরিদর্শক মো: মামুন রশিদ মামলা দুটি দায়ের করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্নর) মামলাগুলো রেকর্ডে নিয়েছে দুই থানা পুলিশ।
এসএমএপি সিলেট এর এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলার আসামীরা হলেন- বিএনপি যুক্তরাজ্য পোস্টসমাউত সিটি বিএনপির সাবেক আহবায়ক ও সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরের চকের আব্দুল হক (শাহ এমএ হক), সিলেট নগরের জিন্দাবাজার নিউ হক ম্যানশনের আশফাক আহমদ, এসএমপির জালালাবাদ থানার মোগলগাঁও লামাপাড়ার আলাউদ্দিন হাসু, কোম্পানীগন্জ উপজেলার পুঠামারার সুহেল আহমদ, জালাবাদ থানার বড়গুল এলাকার সিদ্দিক আলী।
এসএমপির জালাবাদ থানায় দায়ের করা মামলার আসামীরা হচ্ছেন-সিলেট নগরের ৪৩, দিশারী হাওয়াপাড়ার মো: মালিকুজ্জামান, তারাপুর চা বাগানের স্টার টি স্টেট-এর ম্যনেজার ইনচীফ রিংকু চক্রবর্তী, জালাবাদ,থানার মোহাম্মদীয়া এলাকার জাবেদ আহমদ, হালেদ, জাহাঙ্গীর চেয়ারম্যান, বিল্লাল, জুবায়ের আহমদ ও রাজু আহমদ, এয়ারপোর্ট থানার দুসকি এলাকার সেলিম ও কয়েস আহমদ, সুনামগঞ্জ জেলার দিরাই থানার পেচনী গ্রামের আমির হামজা।
গত ২৯ জুন ২০২৫ থেকে তৎপরবর্তী সময়ে এসএমপি সিলেট এর জালাবাদ থানাধীন কুমারগাঁও এবং এয়ারপোর্ট থানাধীন আখালিয়া টিলারগাঁও এলাকায় একযোগে লাগাতার টিলা কর্তনের দায়ে মামলা দুটি দায়ের করা হয়।
জালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুনর রশিদ ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) মামলা দুটি রেকর্ডে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি