সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-ফখরুল ইসলাম
সিলেটে ৫ দফা দাবিতে জামায়াতের বি ক্ষো ভ কর্মসূচি শুক্রবার
প্রেস বিজ্ঞপ্তি
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের পক্ষ থেকে সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি জানানো হয়েছে। এই দাবির পক্ষে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পৃথক যুগপৎ কর্মসূচী ঘোষণা করেছে।
সিলেটে জামায়াতের উদ্যোগে আগামী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি এইচএম হামিদুর রহমান আজাদ।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে উক্ত বিক্ষোভ কর্মসূচীকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) পৃথক সময়ে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শুক্রবারের বিক্ষোভ কর্মসূচীকে সফলের লক্ষ্যে সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট ও আদালত প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে ৫ দফার পৃথক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বন্দরবাজার কোর্ট পয়েন্ট প্রাঙ্গনে লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল। এছাড়া এসময় মহানগরীর কোতোয়ালী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের সকল স্তরের বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।
সিলেটের আদালত প্রাঙ্গনে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী থানা আমীর এডভোকেট মোঃ আলীম উদ্দীন, সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সহকারী সেক্রেটারী এডভোকেট মোঃ আজীম উদ্দীন, সহকারী সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুল খালিক, বায়তুলমাল সেক্রেটারী এডভোকেট সফিকুল ইসলাম, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট মাসহুদ আহমদ মহসিন, এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট বদরুল ইসলাম, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট সায়েম খান, এডভোকেট কবির আহমদ, এডভোকেট আব্দুল কাইয়ুম, এডভোকেট আফজালুর রহমান, আবু হায়দার ও আব্দুল কাদির প্রমুখ। এছাড়া এসময় সিলেট জেলা বারের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
এছাড়া বুধবার পৃথক সময়ে দক্ষিণ সুরমা থানা, শাহপরান পূর্ব থানা, সদর উপজেলা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
জামায়াতের ৫ দাবিসমূহ হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি