সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
সিলেটের পাগইল বাইপাস রোড থেকে ভা র তী য় চো রা চা লা নী বিশ্বজিৎ ও লিমনকে ধরলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে প্রায় ২ লাখ ৫ হাজার টাকার ভারতীয় চোরাচালান মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অস্ট্রেলিয়া পয়েন্ট সংলগ্ন পাগইল বাইপাস রোডের প্রবেশমুখে চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জের বাহুবল উপজেলার নিদনপুর গ্রামের বিশ্বজিৎ দাস (৩৩) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুড়িখলা গ্রামের লিমন (২২)।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ১৬ হাজার পিস গিলেট উইলকিনসন ব্লেড (মূল্য ৮০,০০০ টাকা), ৩৯০ পিস ভারতীয় ক্রীম (মূল্য ১,০১,৪০০ টাকা), ৬০টি ভারতীয় ডাব সাবান (মূল্য ১২,০০০ টাকা), ৮ কেজি ভারতীয় জিরা (মূল্য ৫,৬০০ টাকা), ২৪ প্যাকেট ভারতীয় ফুচকা (মূল্য ৬,০০০ টাকা) এবং একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি (মূল্য ৩ লাখ টাকা)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল ও সিএনজি জব্দ করে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি