শাবিপ্রবিতে বঙ্গবন্ধু হলসহ ৩ হল ও একটি গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

শাবিপ্রবিতে বঙ্গবন্ধু হলসহ ৩ হল ও একটি গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন

শাবিপ্রবিতে বঙ্গবন্ধু হলসহ ৩ হল ও একটি গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু হলসহ তিনটি হলের নাম পরিবর্তন, নির্মাণাধীন হলের নামকরণ ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া করা হয়।

সিন্ডিকেট সভা শেষে রাত ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ আরও অনেকে। এর আগে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিন্ডিকেট সভা চলে।

 

উপাচার্য জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, ১ম ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘আয়েশা সিদ্দিকা হল’, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘ফাতিমা তুজ জাহরা হল’ রাখা হয়েছে।

ছাত্রছাত্রীদের জন্য নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট দুটি নতুন হল ও ৭ তলাবিশিষ্ট একটি আন্তর্জাতিক ছাত্রাবাসেরও নামকরণ করা হয়। এর মধ্যে ছাত্রহলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, ছাত্রীহলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক ছাত্রাবাসের নাম রাখা হয়েছে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে ‘এম সাইফুর রহমান হল’।

 

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়।

সুত্র : খবরের কাগজ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল