সাংবাদিক আবুল মোহাম্মদ মানব কল্যাণে আজীবন কাজ করে গেছেন-এমরান চৌধুরী

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

সাংবাদিক আবুল মোহাম্মদ মানব কল্যাণে আজীবন কাজ করে গেছেন-এমরান চৌধুরী

বিএমজেএ সিলেট এর স্মরণ সভায় এমরান চৌধুরী

সাংবাদিক আবুল মোহাম্মদ মানব
কল্যাণে আজীবন কাজ করে গেছেন-এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দৈনিক সচিত্র সিলেটের সম্পাদক ও প্রকাশক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সাংবাদিক আবুল মোহাম্মদ ছিলেন একজন বিনয়ী ও সজ্জন ব্যক্তি। তাঁর সততা, নিষ্ঠা, পেশাদারি এবং প্রজ্ঞার প্রশংসনীয়। তাঁর কর্মময় জীবনের আদর্শবান কাজগুলো সহকর্মীদের উৎসাহিত করবে।
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক আবুল মোহাম্মাদ স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক সিলেটের ডাকের সাবেক সহকারী বার্তা সম্পাদক মো. রাজু আহমদের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, দৈনিক সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইমজার সহ-সভাপতি আনিস রহমান, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, দৈনিক সচিত্র সিলেটের নির্বাহী সম্পাদক হেলাল নির্ঝর ও দৈনিক ইত্তেফাকের সিলেট প্রতিনিধি অনিতা সিনহা। শুরু স্বাগত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ।
সহকর্মীরা বলেন, সাংবাদিক আবুল মোহাম্মদ সংবাদকর্মীর বাইরেও একজন সামাজিক ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন স্বজ্জন ব্যাক্তি হারিয়েছি। তাঁর এই অসময়ে চলে যাওয়া সাংবাদিক একজন একনিষ্ঠ সহযোদ্ধা হারিয়েছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অনুষ্ঠানে আবুল মোহাম্মদের পরিবারের পক্ষথেকে তাঁর ছেলে আব্দুল কাইয়ুম সামি বক্তব্যে রাখেন।
মরহুম সাংবাদিক আবুল মোহাম্মদ, শহীদ সাংবাদিক এটিএম তুরাব, ইকবাল মনসুর, সিএম মারুফ, নাজমুল হাসান, ফতেহ ওসমানীসহ সবার রুহের মাগফেরাত কামনা করে এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের সদস্য আব্দুল মাজিদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, শাহীন আহমদ, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রুবেল আহমদ, শাহীন আলম, রেজওয়ান আহমদ, আশিকুর রহমান রানা, সুলেমান সোহেল, সবুজ আহমদ, সাইদুর রহমান, জাহিদুর রহমান রিপন, রাধে মল্লিক তপন প্রমুখ।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল