সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
পাঁচ দফা দাবীতে দক্ষিণ সুরমা জামায়াতের মিছিল ও সমাবেশ
পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াত।
শুক্রবার বাদ আসর উপজেলার লালাবাজারে অনুষ্ঠিত মিছিল সবকটি সড়ক প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি বদরুল ইসলামের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,এডভোকেট নাজমুল ইসলাম,
ওলামা বিভাগ সভাপতি সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল,
শ্রমিক কল্যাণ উপজেলা সেক্রেটারি আব্দুল হক,থানা শিবির সভাপতি সুলতান মাহমুূদ,
লালাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোহিত, তেতলী ইউনিয়ন আমীর মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,
আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
বক্তারা বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।জামায়াতে ইসলামী এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।-বিজ্ঞপ্তি
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি