সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
ফেব্রুয়ারির নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সংশয় নেই : ফখরুল
সাখাওয়াত কাওসার, নিউইয়র্ক থেকে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই।
শুক্রবার বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে অবস্থান যথেষ্ট জোরালো ছিল কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ খুবই শক্ত অবস্থানের ছিল। আমরা যারা রাজনৈতিক দল আছি, আমাদের কোনো সংশয় নেই। আমরা নিশ্চিত— ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পটভূমি, নানা চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় গৃহীত পদক্ষেপ জাতিসংঘে তুলে ধরেছেন। আমরা খুশি যে প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারি কার্যক্রমে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে উপস্থাপন করেছেন। এর মূল উদ্দেশ্য ছিল জাতির ঐক্যকে তুলে ধরা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ছিল অনন্য একটি প্রচেষ্টা। এজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক রহমানও এ উদ্যোগকে সমর্থন করেছেন।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা নিম্নকক্ষের জন্য পিআরের পক্ষে নই। ওপরের কক্ষ নিয়েও এ বিষয়ে কোনো প্রস্তাব দেইনি। তবে পরবর্তী সময়ে আলোচনা করে এ ধরনের বিষয়ে সমাধান বের করা যেতে পারে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি