সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
সড়কে শৃ ঙ্খ লা ফেরাতে একাট্টা প্রশাসন ও সিলেটবাসী : আজ সকাল থেকে অ ভি যা ন শুরু হয়েছে
ডেস্ক রিপোট: নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ত্রিমূখী পদক্ষেপে বদলে যেতে শুরু করেছিল দৃশ্যপট। নগরে কমে এসেছিল যানজট। কিন্তু এতে বাঁধ সাধে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। নগর জুড়ে তাদের বিক্ষোভ ও তান্ডবের কারণে দুই দিন বন্ধ রাখা হয় অভিযান। তবে এ নিয়ে কোন ছাড় দিচ্ছেনা প্রশাসন। আজ রোববার থেকে শুরু হয়েছে অভিযান! পুলিশ, জেলা প্রশাসন ও সিসিক। কাংখিত ফলাফল না আসা পর্যন্ত অ্যাকশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সিলেটবাসী ও ব্যবসায়ীরা!ভন্ড বাবা ও নাটক করবেন জনতার কাতারে এসে !
খোঁজ নিয়ে জানা গেছে, নগর থেকে হকার উচ্ছেদ, ব্যাটারী চালিত রিকশা চলাচল বন্ধসহ শহরের নানা শৃঙ্খলা ফেরানোর ইস্যুতে হার্ডলাইনে প্রশাসন। ক্রমেই সে কার্যক্রম হয়ে উঠছে চ্যালেঞ্জিং। পরিবহন সংগঠনের নেতৃবৃন্দও দিয়েছেন নতুন আল্টিমেটাম।
এদিকে এমন পরিস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার অধিকার আদায়ের আন্দোলনের দুই বাম নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে ডিবি পরিচয়ে আটক করে পুলিশ। পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে নগরীর আবর্জনা সরাতে শনিবার সকালে কর্মকর্তাদের সাথে নিয়ে ঝাড়ু হাতে নামেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এসময় তিনি সাংবাদিকদের বলেছেন, সিলেটে যে সময়টুকু থাকবেন পুরো সময় সিলেট নগর ও জেলাবাসীর কল্যাণে ব্যয় করবেন।
এর আগে দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে যোগ দেন এ দুই নেতা। গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, সম্পূর্ণ ভুয়া মামলায় আমাদের নেতাদের আটক করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় কনফারেন্সে অংশ নিচ্ছিলেন, যেখানে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, অবৈধ টমটম ও ইঞ্জিনচালিত রিকশা শ্রমিকদের হামলা ও ভাঙচুর নগরের পরিবহন ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংগঠনটির সভাপতি ময়নুল ইসলাম বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নগরীর শান্তি বজায় রাখতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ১১টায় আম্বরখানাস্থ কার্যালয় থেকে মিছিল বের হয়। সংগঠনের সিলেট নগরীর সভাপতি প্রণব জ্যোতি পাল জানান, এই কর্মসূচি কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য প্রশাসনের কাছে অবহিতপত্র দিয়েছি এবং সহায়তাও চেয়েছি।
এদিকে শনিবার বিকেলে নগরীতে হকার উচ্ছেদ অভিযানে অংশ নেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি ঘোষণা দেন, নগরবাসীকে সাথে নিয়ে রোববার সকাল থেকে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে তিনিও আন্দোলনে নামবেন।
আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাস করতে চায়। এ দাবির বিপরীতে যে কোনো রাজনৈতিক ও প্রভাবশালী শক্তি কাজ করলে নগরবাসী তার দাঁতভাঙা জবাব দিবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী দৈনিক জালালাবাদকে বলেন, শহরের শৃঙ্খলা ফেরানোই আমার প্রধান কাজ। ফুটপাতে হকার বসতে পারবে না, চলবে না ব্যাটারি চালিত কোনো পরিবহন। মানুষের কল্যাণে যা শক্তি প্রয়োগ লাগবে তাই ব্যবহার করা হবে। কোন অন্যায়ের সাথে আপোষ হবেনা। সিলেটবাসী পাশে থাকলে যে কোন মূল্যে নগরের শৃঙ্খলা ফেরাবোই।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি