সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৬
সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত অপর ৫জন অাহত হয়েছেন৷ বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লেভার নিয়ে পাথর লোডের উদ্দেশ্য জাফলং যাওয়ার পথে সিলেট তামাবিল মহাসড়কের কদমখাল এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি রাস্তার পাশে উল্টে যায়৷ এঘটনায় ঘটনাস্থলে ১জনের মৃত্যু হয়৷ অপর ৫জন অাহত হন৷
নিহত ব্যক্তি উপজেলা ভিত্রিখেল তেতইর তল গ্রামের মৃত অাব্দুল মজিদ উরফে মজ্জা মিয়ার ছেলে জহির উদ্দিন (৩২)৷
অাহতরা হলেন একই গ্রামের তারা মিয়ার ছেলে হাসান অাহমদ (২১), হাবিব অালীর ছেলে মুমিন উদ্দিন (২৫), খোরশেদ অালমের ছেলে হোসেন অাহমদ(২০), বাচ্ছু মিয়ার ছেলে সেলিম অাহমদ(২০), মৃত অাব্দুল মজিদ উরফে মজ্জা মিয়ার ছেলে খলিলুর রহমান (২২)৷ ঘটনার পর পর এলাকাবাসী অাহতদের উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷
এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন বৃহত্তর জৈন্তাপাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও নবনির্বাচিত নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট৷ তিনি জানান, ড্রাইভারের অজ্ঞতার কারনে এবং হেল্পার দিয়ে গাড়ী পরিচালনার কারেন এ দূর্ঘটনাটি ঘটে৷
অপরদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসেন৷
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি