সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
অ্যাডভোকেট কানন আলমের মায়ের মৃ ত্যু তে দোয়ারাবাজার প্রেসক্লাবের শোক
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও দোয়ারাবাজার উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট কানন আলমের মাতা সিতারা বেগম (৫৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রবিবার (৫ অক্টোবর) সকাল ৭টায় ইবনে সিনা হাসপাতাল সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি —– রাজিউন। মৃত্যুকালে ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ওইদিন বাদ আসর মরহুমার নিজ গ্রাম উপজেলার আজমপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোকবার্তায় তাঁরা বলেন, মরহুম সিতারা বেগম ছিলেন একজন আদর্শবান ধার্মিক, সদালাপী ও মমতাময়ী নারী। তাঁর অকাল মৃত্যুতে দোয়ারাবাজারের সামাজিক পরিমণ্ডলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি