সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৬
নতুন গ্যাস-সংযোগ বন্ধের বিরুদ্ধে আন্দোলনে ফের টানা কর্মসূচি ঘোষণা করে মাঠে নেমেছে ‘গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’। বুধবার বিকেলে নগরের টিলাগড় ও শাহপরান গেটে পথসভা করে আগামী ১৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে ১০টি পথসভার কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি অনুযায়ী ১৪ মে পর্যন্ত সিলেট শহর ও শহরতলিতে পথসভা করে ২১ মে কোর্ট পয়েন্টে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নতুন গ্যাস-সংযোগ বন্ধের ব্যাপারে সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ কোনো লিখিত ঘোষণা দেয়নি। তবে আবাসিক সংযোগ দপ্তর সূত্র জানায়, ২০১৩ সালের ৩ জানুয়ারি এক আদেশের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জালালাবাদ গ্যাসের অধিক্ষেত্রাধীন এলাকা ছাড়া দেশের সব অঞ্চলে সংযোগ ও লোড বাড়ানোর আবেদন নির্দিষ্ট কমিটির অনুমোদন সাপেক্ষে প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এরপর সারা দেশে গ্যাসের সংযোগ বন্ধ থাকলেও সিলেটে চালু ছিল।
গত বছরের ৮ জুলাই পুনরায় একটি নির্দেশনা দিয়ে জালালাবাদ গ্যাসকে একইভাবে সারা দেশের সঙ্গে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত কমিটির অনুমোদন নেওয়ার অফিস আদেশ জারি করা হয়। ৩ নভেম্বর থেকে ওই আদেশের কথা জানিয়ে নতুন সংযোগের জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদের সংযোগ প্রদানও বন্ধ করে দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
এ অবস্থায় গত ৬ জানুয়ারি নগরের পুরান লেন এলাকায় সিলেটের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে প্রতিরোধ আন্দোলনের প্রথম সভা হয়। সেই সভা থেকে ১০ দিনের টানা গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বিকেল পাঁচটায় টিলাগড় ও শাহপরান গেটে পথসভায় সভাপতিত্ব করেন সিলেটের প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী।
গতকালের সভা থেকে আগামী শনিবার বিকেলে নগরের মদিনা মার্কেট এলাকায় দ্বিতীয় পথসভা করার ঘোষণা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি