১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৬
আসছে ঈদেই দর্শকদের সামনে নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। ছবির নাম ‘সুলতান’। পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। এ ছবিটি এরই মধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতুহল তৈরি করেছে। তবে নতুন খবর হলো এবার এ ছবিকে ঘিরে মামলা হলো সালমানের বিরুদ্ধে। আর এর মাধ্যমে বেশ বিপাকেই পড়েছেন এ অভিনেতা। সাল্লুর পাশাপাশি মামলা হয়েছে ছবির পরিচালকের বিরুদ্ধেও। মুজাফফরনগর এ শুটিং করা হলেও ছবির একটি দৃশ্যে সে জায়গাকে হারিয়ানা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও একটি জায়গায় মুজাফফরনগরের মানুষদের অপমানও করা হয়েছে। এমন অভিযোগেই এহতেশাম সিদ্দিক নামের মুজাফফরনগরের এক অধিবাসী এ মামলা করেছেন। এ মামলার শুনানির তারিখ ৩ মে হলেও তা স্থাগিত করা হয়েছে। খুব শিগগিরই এর শুনানির তারিখ জানানো হবে। এদিকে সালমান খান এ মামলার বিপরীতে কোন মন্তব্য করেননি। বরংচ ‘সুলতান’ এর প্রচারণা নিয়েই ব্যাস্ত সময় পার করছেন তিনি। আসছে রোযার ঈদের সবচেয়ে বড় ছবি হিসেবে মুক্তি পাবে এটি। আর এ ছবির জন্যই শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। ‘সুলতান‘ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আনুশকা শর্মাকে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D