সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
নিরপেক্ষ নির্বাচনের জন্য উচ্চকক্ষসহ দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন করে নির্বাচন সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আ স ম আব্দুর রব বলেন, ‘পার্লামেন্টের নিম্নকক্ষ হবে ৩০০ সদস্য বিশিষ্ট। আর ২০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষে থাকবেন অদলীয়ভাবে নির্বাচিত বিভিন্ন শ্রম ও পেশার প্রতিনিধিরা। নিম্নকক্ষে থাকবেন নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত আসনের আনুপাতিক প্রতিনিধি। থাকবেন প্রবাসী, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, বিভিন্ন প্রাদেশিক পরিষদের (গঠনের পর) প্রতিনিধি, নারীর ও ক্ষুদ্র জাতিসত্ত্বার প্রতিনিধিরা।
তিনি আরও বলেন, ‘পার্লামেন্টে গঠিত এ উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন নির্দলীয় সরকার নির্বাচিত হবে এবং ওই সরকার নির্বাচন কমিশন গঠন করলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন হবে পৃথক এবং পূর্ণাঙ্গ। কমিশনের সচিবালয় হবে নির্দলীয় এবং রাজনৈতিক দলের প্রভাবমুক্ত। নির্বাচন কমিশন ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত থাকবে।’
জেএসডি সভাপতি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান শুধু জাতীয় ইস্যু নয়। বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে প্রায়শই প্রশ্ন উঠছে।’
তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের অভাবে সরকার যে নৈতিক সংকটগ্রস্থ এবং গণবিচ্ছিন্ন তা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে ততই মঙ্গল।’
আ স ম রব বলেন, ‘দল ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হবেনা। এ সত্য আবিষ্কার করেছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তাই তিনি তত্বাবধায়ক সরকারের জন্য তীব্র আন্দোলন করেছেন। দলের অধীনে নির্বাচন কি তামাশার জন্ম দেয় তাও তিনি প্রত্যক্ষ করেছেন।’
এ সময় দেশ ও জাতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী দলীয় প্রভাববিহীন নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহ-সভাপতি এম এ গোফরান, যুগ্ন সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি