সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মে ৫, ২০১৬
শুক্রবার (৬ মে) সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জিন্দাবাজারের জেলা প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সরগরম হয়ে উঠেছে প্রেসক্লাব রাজনীতি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মনোযোগ আকর্ষণের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তাঁরা। বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সকল প্রার্থীই।
এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। আজিজ আহমদ সেলিম-ফয়সল আহমদ বাবলু এবং লিয়াকত শাহ ফরিদী-শাহ দিদার আলম নবেলের নেতৃত্বাধীন এ দু’টি প্যানেল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে স্বতন্ত্রভাবে আরো তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
জেলা প্রেসক্লাবের ভোট ভোটার সংখ্যা ৮৩। তবে ভারতে সফরে যাওয়ায় বৃহস্পতিবারই টেন্ডার ভোট প্রদান করেন জেলা প্রেসক্লাব সদস্য রবি শংকর সিংহ।
নির্বাচনে আজিজ আহমেদ সেলিম- ফয়সল আহমদ বাবলু পরিষদে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি (১ম) পদে হাসিনা বেগম চৌধুরী, সহ-সভাপতি (২য়) আবুল মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ পদে ছামির মাহমুদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, পাঠাগার সম্পাদক কাইয়ূম উল্লাস, দপ্তর সম্পাদক তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, নির্বাহী সদস্য পদে মোহাম্মদ মহসীন, মো. নুরুল হক শিপু, তুহিনুল হক তুহিন এবং রজত কান্তি চক্রবর্তী।
অপরদিকে, লিয়াকত শাহ ফরিদী- শাহ্ দিদার আলম নবেল পরিষদের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি (১ম) পদে ওয়েছ খসরু, সহ-সভাপতি (২য়) মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য পদে মো. ইমরান আহমদ, সোহাগ আহমদ, এসএম রফিকুল ইসলাম সুজন এবং নোমান বিন আরমান।
এছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে খলিলুর রহমান, সহ-সভাপতি পদে সাত্তার আজাদ ও সদস্য নুরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সামিউল আলম। তাঁর সাথে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ভবতোষ রায় বর্মণ রানা, ফারুক মাহমুদ চৌধুরী।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি