বাউল শিল্পী সেলিনা গুরুতর অসুস্থ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

বাউল শিল্পী সেলিনা গুরুতর অসুস্থ

আমির হোসেন সাগরঃসুনামগঞ্জের জনপ্রিয় বাউল শিল্পী সেলিনা গুরুতর অসুস্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে গত ৪ জানুয়ারী বুধবার ভর্তি হয়ে চিকৎসার ধিন রয়েছেন,এবং ২/১ দিনের মধ্য সেলিনার একটি অপারেশনে কথা রয়েছে।বাউল শিল্পী সেলিনা বক্ত শ্রোতা,মিউজিশিয়ান সহকর্মি শিল্পী বৃন্দ সহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।বাউল কপিল উদ্দীনের শিশ্য শিল্পী সেলিনা।এ চারা কপিল উদ্দীনের দ্বিতীয় মেয়ের কন্যা সন্তান সেলিনা,আপন নাতনি।