বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলোপ চায় ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৭

বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলোপ চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিলোপ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার  হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসির প্রেক্ষাপটে এ কথা জানিয়েছে ইইউ।

বৃহস্পতিবার ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ১২ এপ্রিল তিনজন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়। ইইউ সার্বজনীনভাবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। মৃত্যুদণ্ড অপরাধের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। সেই সঙ্গে কোনো ভুল বিচার হলে তা পরিবর্তন সম্ভব হয় না।

ফলে ঢাকার ইউরোপীয় প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ শাস্তি স্থগিত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিলোপের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল