মনিরকে গ্রেফতারের নিন্দা কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফয়েজের

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭

মনিরকে গ্রেফতারের নিন্দা কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফয়েজের

ঢাকা মহানগর উওর ছাত্রদলের সহসভাপতি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির এর গ্রেফতারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, জেল জুলুম নির্যাতন করে ছাত্রদলের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। শহীদ জিয়াউর রহমান ও বি এন পি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করার আহ্বান জানান। তিনি অবিলম্বে মোহাম্মদ মনিরুজ্জামান মনির সহ সারা বাংলার জেলে আটক অসংখ্য নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল