২০দলীয় জোটের স্থবিরতা নেতাকর্মীরা দেশ ছাড়ছেন

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭

২০দলীয় জোটের স্থবিরতা নেতাকর্মীরা দেশ ছাড়ছেন

২০ দলীয় জোটের নেতা কর্মীদের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বিগত সময়ে হরতাল, অবরোধ, কর্মসূচিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও নির্বাচনের পর হতাশাগ্রস্থ হয়ে পড়েন উপজেলা ২০দলীয় জোটের নেতৃবৃন্দ।
ষড়যন্ত্রমূলক মামলা, পুলিশি হয়রাণী হওয়ার আশঙ্কায় অনেক নেতাকর্মীদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা লক্ষ করা গেছে। পুলিশি হয়রানি, হওয়ার আশঙ্কায় ইতোমধ্যে সদর উপজেলা ২০দলীয় জোটের নেতা ও গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রশিবিরের সাধারন সম্পাদক জাকির আহমদ, ছাতক উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রোমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহেদ আহমদ ও আমিনুর রহমান দেশ ছেড়ে চলে গেছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন ২০দলীয় জোটের নেতৃবৃন্দ।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, ছাতক উপজেলা গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট হিসেবে পরিচিত ছিলো। তৎকালীন সময়ে যারা আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। পুলিশি ও ছাত্রলীগকর্মীদের নির্যাতনের শিকার হয়ে এবং মিথ্যা ও হয়রানি মূলক মামলায় এদের অনেকেই এখন আত্মগোপন করে আছেন।
তিনি আরো জানান, নির্যাতনের আশঙ্কায় ২০দলীয় জোটের নেতা ও গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র মাদ্রাসার সাধারন সম্পাদক জাকির আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান, মুহিবুর রহমান পাপলু, জাবেদ আহমদ, এর মতো ২০দলীয় জোটের ছাত্রনেতারা দেশে ফেরত আসতে পারছেন না।
সাংগঠনিক কর্মসূচি না থাকা, পুলিশি হয়রানী, ছাত্রলীগ কর্তৃক নির্যাতনসহ নানা কারণে ২০দলীয় জোটের নেতা কর্মীদের সাংগঠনিক স্থবিরতা দেখা দিয়েছে।