গার্লস গাইডস এসোসিয়েশনের মতবিনিময়

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭

গার্লস গাইডস এসোসিয়েশনের মতবিনিময়

গার্ল গাইডস্ আন্দোলন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গালস গাইডস এসোসিয়েশন সিলেটের উদ্যোগে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মঙ্গলবার সকাল ১১টায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গালস গাইডস এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গুলজার আহমেদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিশনার সাহারা জাফরীন রোজি, সদর ও স্থানীয় কমিশনার সিদ্দিকা খাতুন, জৈন্তাপুর কমিশনার আফরোজা বেগম, আঞ্চলিক ট্রেজারার ফেরদৌস আরা কালাম, সেক্রেটারী কামরুন নাহার রুমি প্রমুখ।
এছাড়াও সিলেট সেন্ট্রাল কলেজ, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহান বালিকা উচ্চ বিদ্যালয়, আম্বরখানা গার্লস স্কুল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের গাইডারগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল