বিপিএলে সিলেট দলের নতুন নাম কী!

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৭

বিপিএলে সিলেট দলের নতুন নাম কী!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে সিলেট দলের নাম ছিল সিলেট রয়্যালস। তৃতীয় আসরে বদলে যায় দলটির মালিকানা ও নাম। ২০১৫ সালের আসরে এই দলটির নাম রাখা হয় সিলেট সুপারস্টার্স। তবে, গত বছর বিপিএলে সিলেটের নামে কোনও দল ছিল না।

কিন্তু, এবারের আসরে নতুন মালিকানায় বিপিএলে অংশ নিবে সিলেট। তবে, এই দলটির নাম এখনও নির্ধারণ করা হয়নি। যেটুকু জানা গেছে তাতে দলটির নাম হতে পারে ‘সিলেট সুরমা সিক্সেস’।

বিপিএল শুরু হতে এখনও অনেক সময় বাকি থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে শুরু করেছে। তারা দলে ভেড়াচ্ছে বিদেশি তারকা খেলোয়াড়দের। তবে, সিলেটের এখনও সেরকম কিছু জানা যায়নি।

আগামী ৪ নভেম্বর শুরু হবে বিপেএলের পঞ্চম আসর। তার আগে ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল