১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৭
গতকাল সিলেটে “মীম টিভির পরিবার অ্যাওয়ার্ড ২০১৭”-এর অনুষ্ঠিত হয়। “মীম টিভির পরিবার অ্যাওয়ার্ড ২০১৭” এর পক্ষ থেকে সিলেটের আঞ্চলিক ভাষায় নাট্যকর্মীদের পরিবার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে জামিল আহমদ ও সুমা এর উপস্থাপনায় ও মীম টিভি সিলেট ব্যুরো প্রধান এম.এ. অমরের পরিচালনায় “মীম টিভির পরিবার অ্যাওয়ার্ড ২০১৭” প্রধান করা হয়। মীম টিভি পরিবার অ্যাওয়ার্ড-২০১৭ অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন, ইমেজ ডিজিটাল কালার ল্যাব এন্ড ষ্টুটিও ও চমকবাজারডটকম। উক্ত অনুষ্ঠানে মীম টিভি ইউএসএ এর সম্মানিত চেয়ারম্যান সুজন আহমদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবীন নাট্য ব্যক্তিত্ব আতিক রাহি, চলচিত্র অভিনেতা ও পরিচালক ইমরান সানি, নাট্যনির্মাতা ও সাংবাদিক মিলাদ বড় ভূইয়া, অভিনেতা ও এটিএন বাংলা ব্যুরো প্রধান (ইউকে শাখার) মোহাম্মদ সাইফুল ইসলাম শাফি, সিলেট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক আমিনুর রহামান পাপ্পু, মীমটিভির বাংলাদেশ ব্যুরো প্রধান ও বাংলার আওয়াজ ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক গোলাম রাব্বানী, মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সুমন রঞ্জন দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইমেজ ডিজিটাল ল্যাব এন্ড ষ্টুডিও ” পরিচালক সুহেল আহমদ রাজন ও চমক বাজার ডট কমের সিও আমহদ হোসেন খান। এতে সিলেটের আঞ্চলিক নাটকের সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হন মালিক আক্তার, পুরষ্কার প্রহণ করে মালিক আক্তারের পক্ষে তারেকুল রহমান নাজু ও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন তারানা রিয়া। সেরা কৌতুক অভিনেতা হিসাবে পুরষ্কার পান সাহেদ মোশারফ। সেরা মা রৌশন আরা মনির, পরিচালনা ও অভিনয়ে তারিকুল হক নাজু। প্রধান অতিথির বক্তব্যে আলম খান মুক্তি বলেন, ইউএসএ ভিত্তিক টিভি চ্যানেল মীম টিভি এই প্রথম আমাদের সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে প্রথম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে করায় মীম টিভি ইউএসএ চেয়ারম্যান ও তার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এধরণে অনুষ্ঠান যাতে অব্যাহত থাকে সে আশা রাখি এবং এরকম একটি টিভি চ্যানেল আমাদের সিলেটের ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতা তুলে ধরলে বর্তমান প্রজন্মের সাংস্কৃতিক কর্মীরা আরো বেশী উৎসাহিত হবে বলে আমি মনে করি। এছাড়া মীম টিভি”র সম্মামীত চেয়ারম্যান বলেন মীম টিভি শুধু আমেরিকা ও কানাডার নয় আমাদের সিলেটেরও, তাই মীম টিভি সিলেটের সংবাদ ও বিভিন্ন বিষয় প্রাধন্য দিয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D