সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, আইসিটি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ করার কোন সুযোগ নেই। এই আইনে মামলা করলেই কোন সাংবাদিককে গ্রেফতার করা যাবে না। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তারপরই মামলা নেয়া যাবে।
তিনি বলেন, সারাদেশের বহু জেলা থেকে এ ধরনের অনেক মামলার কাগজ আমার কাছে এসেছে। সেগুলো আমি দেখে পরবর্তী নির্দেশনা দিয়েছি। সাংবাদিক ও পুলিশের কাজের ধরন প্রায় এক। পরস্পরের সাথে পরস্পরের সুসম্পর্ক থাকলে দেশ ও জাতি উপকৃত হয়।
শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মসুন্নাহার পিপিএম, আইজিপির স্টাফ অফিসার আক্তার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আফজাল হোসেন।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, জালাল চৌধুরী, গোলাম কিবয়িরা জীবন, শাহ্ মোঃ মাকসুদুল আলম, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি