২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
রাজশাহীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে ছাত্রীর শ্লীতাহানির চেষ্টার অভিযোগে আফজাল শরীফ (১৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল পৌনে ১০টার দিকে জেলার দূর্গাপুর উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শ্লীলতাহানির চেষ্টার ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ওই যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল।
দণ্ডিত যুবক ভবানীপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে। দূর্গাপুর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ছাত্রী এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেন। এসময় আফজাল শরীফ ওই ছাত্রীকে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় অন্যান্য পরীক্ষার্থী ও কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা আফজালকে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আফজালের বিরুদ্ধে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিত যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য সকল প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D