২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দাবি মেনে নেওয়ায় সরকারকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার ডিএসসিসির নগরভবনে ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনায় এ ঘোষণা দেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে অনেক দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলো ধারাবাহিকভাবে দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে। কারণ এ দাবি শুধু শিক্ষার্থীদের নয়, দেশের জনগণেরও।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বক্তব্য দেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D