টিলাগড়ে এমসি ও সরকারী কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংর্ঘষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মে ১৫, ২০০৭

টিলাগড়ে এমসি ও সরকারী কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংর্ঘষে আহত অর্ধশতাধিক

৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্ট
সিলেট এমসি কলেজ ও সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংর্ঘষ। আমাদের কলেজ প্রতিনিধি জানিয়েছেন, সোমবার সকালে এমসি কলেজের শিক্ষার্থী শোভন আচার্য্য তার ছোট বোন সরকারী কলেজের শিক্ষার্থী চন্দ্রীমা আচার্য্যকে নিয়ে মটর সাইকেল যোগে আসার পথে টিলাগড় পয়েন্টে পুলিম তাদের সাথে অসৌজ্যন মূল আচরণ করে। এসময় এক পুলিশ কর্মকর্তা তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এক পর্যায়ে শোভন ও চন্দ্রীমা পুলিশকে বিভিন্ন ভাবে বুঝিয়ে কলেজ ক্যাম্পানে পৌছান। সেখানে পৌছে এমসি ও সরকারী কলেজের শিক্ষার্থীদের ঘটনা খুলে বলেন। তাদের কথা শুনে দুটি কলেজের শিক্ষার্থী উত্তেজিত হয়ে পড়েন। দুই কলেজের শিক্ষার্থী মিলে বিক্ষোভ শুরু করেন।
এই বিষয়ে আলাপ কালে কলেজের সাধারণ শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল জলিল জানান, প্রায় সময় পুলিশ এই দুটি কলেজের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে। অনেক সময় শিক্ষার্থীরা মানসম্মানের ভয়ে মুখ বুঝে তা মেনে নেন। পুলিশ শিক্ষার্থীদের সাথে এধরনের আচরণ বন্ধ না করলে এবং আমাদের শিক্ষার্থী শোভন ও চন্দ্রীমার কাছে ক্ষমা না চাইলে আমারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করব।
পরে দুটি কলেজের শিক্ষার্থীরা মিলে মিছিল নিয়ে টিলাগড় পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিম ফাঁকা গুলি ছুড়ে। এই সময় পুলিশের গুলিতে আহত হন এমসি কলেজ শিক্ষার্থী আজমল খান, আশকার আমীন রাব্বী, সুটন সিংহা, সরকারী কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ, পারভীন আক্তার, আব্দুল জলিলসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
এই বিষয় মিমাংসার জন্য দুটি কলেজের শিক্ষক ও প্রশাসনের উধ্বতন কর্মকতাদের নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল